Lirik dan Kunci Gitar Chirkut - Prothom Preme More Jawar Gaan
B E B F#
B E B F#
B
একটু তোমায় নিলাম আমি
G#m
এক চিমটি মেঘে থামি
E F#
জলের ছিটেই নিলাম পাগলামি
B
একটু তুমি বুকের ভেতর
G#m C# G#m
বেপরোয়া শ্রাবণ ভাদর
E F#
ভাসাও ডোবাও তোমারি আমি
E F#
মরে যাব রে, মরে যাব
B E F#
কি অসহায় আমি একবার ভাব
B E F# B
মরে যাব রে, মরে যাব
E F# B
কি অসহায় আমি একবার ভাব
G#m D# E C#
তোমাকে ছেড়ে যাব কোথায় ?
G#m D# E B
তোমাকে ছেড়ে কি বাঁচা যায় ?
E B F#
মেঘেরই ওই নীলে তুমি জীবন দিলে
E F#
এ বড় সুন্দর জ্বালায় আমায়
G#m D#
মেঘেরই ওই নীলে তুমি জীবন দিলে
E F# B
এ বড় নির্মম পোড়ায় আমায়
B
একটু রাত ডুবে আসে
G#m D# G#m
একটু আলো নিভে আসে
E F#
তুমি দূরে একা লাগে
B F# B
মধুর ওই চাঁদটাকে
G#m C# G#m
এ্যালুমিনিয়াম লাগে
E F#
হাঁটি আমি চাঁদও হাটে
C# E F# B
মরে যাব রে, মরে যাব
C# E F# B
কি অসহায় আমি একবার ভাব
C# E F# B
মরে যাব রে, মরে যাব
C# E F# B
কি অসহায় আমি একবার ভাব
G#m B E C#
ভালো লাগে না, লাগে না রে
G#m D# E G B
বাঁচাবে আজ বলো কে আমারে
E B
বুঝিনা জানিনা ,মেনেও মানিনা
E F# G
সে ছাড়া নেই আমি ঘোর আঁধারে
G#m D# F#
এপারে ওপারে খুঁজি যে তাহারে
E F# B
সে ছাড়া নেই আমি, চাই তাহারে
B
একটু তোমায় নিলাম আমি
G#m D# G#
এক চিমটি মেঘে থামি
E F#
জলের ছিটেই নিলাম পাগলামি
B
একটু তুমি বুকের ভেতর
G#m
বেপরোয়া শ্রাবণ ভাদর
E F#
ভাসাও ডোবাও তোমারি আমি
E F# B
মরে যাব রে, মরে যাব
D# E F# B
কি অসহায় আমি একবার ভাব
Posting Komentar untuk "Lirik dan Kunci Gitar Chirkut - Prothom Preme More Jawar Gaan"